bdstall.com

লোকাল মোটরস্‌ এর চালকবিহীন গাড়ি

বিশ্বের সর্বপ্রথম থ্রিডি-প্রিন্টেড কার নির্মাতা কোম্পানি লোকাল মোটরস্‌ বর্তমানে একটি নতুন প্রজন্মের বাহন নিয়ে এসেছে। কোম্পানিটি Olli নামক একটি চালকবিহীন গাড়ি তৈরি করেছে। আইবিএম ওয়াটসন ইন্টারনেট অফ থিংগস টেকনোলজিযুক্ত এই চালকবিহীন গাড়িটি মোট ১২ জন যাত্রী বহন করতে পারে। তাছাড়াও যাত্রীরা এই চালকবিহীন গাড়িটির সাথে স্বাভাবিকভাবে যোগাযোগ করতে পারে। গাড়িতে উঠে স্বাভাবিক কথোপকথনের মাধ্যমে নির্দিষ্ট গন্তব্য ঠিক করা যায়। একই সাথে যাত্রী কোন রাস্তা দিয়ে যেতে চায় বা কোন রাস্তা দিয়ে যাওয়া উত্তম, সবকিছুই এই চালকবিহীন গাড়িটির সাথে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা যায়। তাছাড়া গাড়িটি যাত্রীদের সাথে ক্যাজুয়াল কথাবার্তা বিনিময় করতে পারে। মূলত চালকবিহীন অল্লি একটি ডিজিটাল ট্যুর গাইড হিসেবে কাজ করে। ভবিষ্যতে হয়তো ম্যানুয়ালি ড্রাইভেন গাড়ির পরিবর্তে চালকবিহীন গাড়িই হবে গণপরিবহনের মাধ্যম।  

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: June 21, 2016
Reviews (0) Write a Review