bdstall.com

গুগোলের চালকবিহীন স্বয়ংক্রিয় গাড়ি

গুগোল এবার আবিষ্কার করেছে অভিনব চালকবিহীন স্বয়ংক্রিয় গাড়ি। সম্পূর্ণ স্বয়ংক্রিয় এই গাড়িটি আটো সেন্সরের মাধ্যমে চলবে। এছাড়াও এই গাড়িটিতে আরো থাকচ্ছে  উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিডিও ক্যামেরা, রাডার সেন্সর, লেজার রেঞ্জ ফাইন্ডার, স্যাটালাইট ম্যাপ। সাধারন গাড়ি থেকে এই গাড়ির বৈশিষ্ট্য হলো, এটি রাস্তায় থাকা অন্যান্য গাড়ি বা বস্তুর অবস্থান খুব সহজেই সনাক্ত করতে পারবে, অন্য গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে পারবে। শুধু তাই নয় যেখানে স্পীড  বাড়ানোর প্রয়োজন সেখানে স্বয়ংক্রিয়ভাবে স্পীড বেড়ে যাবে আবার যেখানে গতি কমানোর প্রয়োজন সেখানে কমে যাবে। এসব কিছুই নিয়ন্ত্রিত হবে নিজে নিজে। অর্থাৎ  সম্পূর্ণ চালকবিহীন। শুধুমাত্র গন্তব্যের জায়গাটিকে পূর্ব থেকে নির্ধারিত করে দিতে হবে। তারপর পূর্ণাঙ্গ ট্রাফিক বিধান মেনে এটি পৌঁছে দেবে। পথে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হলে গাড়িটি ভেতরে থাকা যাত্রীদের পূর্বাভাস দেবে।

স্বয়ংক্রিয় চালকবিহীন গাড়ি প্রোজেক্টটি গুগোলের " রোবোটিক কার ডেভেলপমেন্ট " প্রোজেক্টের আওতাভুক্ত। প্রোজেক্টটির পরিচালনার দায়িত্বে আছেন বিশিষ্ট ইনঞ্জিনিয়ার সেবাস্টিন থান; যিনি স্টানফোর্ড আর্টিফিসিয়াল ইনটিলিজেন্স ল্যাবরটোরির একজন ডিরেক্টার এবং "গুগোল স্ট্রীট ভিঊ প্রোজেক্টের কো - ইনভেনটর। ১৫ জন বিশিষ্ট  ইনঞ্জিনিয়ারের নিরলস পরিশ্রমের ফলে ২০১১  সালের ২৯শে জুন যুক্তরাষ্ট্রের নেভাডায় পরীক্ষামূলকভাবে গাড়িটিকে রাস্তায় চালানো হয়। কোন ধরনের দুর্ঘটনা ছাড়াই গাড়িটি প্রায় ৩০০০০০ মাইল  পথ পাড়ি দিতে সক্ষম হয়। পরবর্তীতে " নেভাডা ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকলস " ২০১২ সালের মে মাসে গাড়িটিকে লাইসেন্স প্রদান করে। ইতোমধ্যে ক্যালিফোর্নিয়া, টেক্সাস এবং ফ্লোরিডায় এই গাড়ি চলার অনুমতি দেয়া হয়েছে। বর্তমানে টয়োটা প্রিয়াস, অওডি টিটি এবং লেক্সাস R × 450h এর সাথে চুক্তিবদ্ধ হয়ে  গুগোল তাদের চালকবিহীন গাড়ি বাজারে এনেছে যার  মূল্য ১৫০০০০ মার্কিন ডলার।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: July 27, 2013
Reviews (0) Write a Review