bdstall.com

উইন্ডোজ ১০ মোবাইল ফোন নিও

জাপানিজ কোম্পানি NuAns নিয়ে আসছে NEO নামক উইন্ডোজ ১০ মোবাইল ফোন। নিও উইন্ডোজ মোবাইল ফোনে আছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে, কুয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৭ প্রসেসর, ২ জিবি র‍্যাম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৩৩৫০ মাহ ব্যাটারি, ১৩ মেগাপিক্সেল ব্যাক ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। তাছাড়াও এতে আছে পরিবর্তনযোগ্য ইউএসবি সি পোর্ট ও মাইক্রোএসডি কার্ড স্লট যা ১২৮ জিবি পর্যন্ত মেমোরি ধারন করতে পারে। নিও উইন্ডোজ ফোনে ২টি ব্যাক কভার আছে। টাকা ও ক্রেডিট কার্ড রাখার জন্যও আছে বিশেষ ধরনের কভার। ভিন্ন ভিন্ন উপাদান দিয়ে ফোনটির বিভিন্ন কভার তৈরি করা হয়েছে। এই বিশেষ ফোনটির জন্য NuAns কোম্পানি থ্রিডি প্রিন্টের মাধ্যমেও কভার ডিজাইনের ব্যবস্থা করছে। খুব শীঘ্রই উইন্ডোজ ১০ ফোনটি বাজারে পাওয়া যাবে।  

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: July 02, 2016
Reviews (0) Write a Review