bdstall.com

স্যামসাং গ্যালাক্সি এস৮

২০১৬ সাল খুব একটা ভালো যায়নি স্যামসাং এর। গ্যালাক্সি নোট সেভেন কেলেঙ্কারি হয়ত এর মূল কারন। তবে এই ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে গ্যালাক্সি এস সিরিজের পরবর্তী ফোন এস৮-এ একটু বেশি কিছু দেওয়ার চেষ্টা করছে স্যামসাং। এরই মধ্যে বেশ কিছু টেক-সাইটে গ্যালাক্সি এস৮ এর বেশ কিছু ফিচার লিক হয়ে গেছে। নতুন এই ফ্ল্যাগশিপ ফোনটিতে থাকতে পারে ১২ মেগাপিক্সেলের ডুয়েল ব্যাক ক্যামেরা, ৬৪ জিবির মাইক্রো-এসডি কার্ড স্লট, আইরিশ স্ক্যানার, ৪ জিবি র‍্যাম এবং ৫.৮ ইঞ্চির বিশাল ডিসপ্লে। তবে বড় ডিসপ্লে থাকলেও ফোনের বডির আকার গ্যালাক্সি এস৭ এজের মতই থাকবে। কেননা গ্যালাক্সি এস৮ এর পুরো সামনের অংশটুকু জুড়েই স্ক্রিন থাকতে পারে। আর হোম বাটন ফোনের পেছনে থাকার সম্ভাবনাই বেশি। অন্তত লিক হওয়া ছবিটি এমনটাই বলছে। ছবিতে আরো দেখা যাচ্ছে যে লক স্ক্রিনেও নতুন মার্জিত ডিজাইন এনেছে স্যামসাং। আগামী ২৯ মার্চ স্যামসাং তাদের নতুন এই ফোনের ঘোষণা দিবে। 

 

তথ্যসূত্র ঃ ম্যাশেবল। 

 

স্যামসাং মোবাইলের বর্তমান মূল্য তালিকা।

 

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: March 06, 2017
Reviews (0) Write a Review