bdstall.com

গুগল বিজ্ঞান মেলার চূড়ান্ত পর্বে ১৫ জন ক্ষুদে বিজ্ঞানী

পৃথিবী বদলে দেয়ার অঙ্গীকার নিয়ে গুগল এবার আয়োজন করলো গুগল তৃতীয় বার্ষিক বিজ্ঞান মেলা। ১২০ টিরও বেশী দেশ থেকে কয়েক হাজার ক্ষুদে প্রতিযোগী এই মেলায় অংশগ্রহন করেছে। এদের প্রত্যেকের বয়স ১৩ থেকে ১৮ এর মাঝে সীমাবদ্ধ। গুগোল জানিয়েছে, ইতিমধ্যে তারা নব্বইটিরও বেশী অঞ্চল থেকে ১৫ জন প্রতিযোগীকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করেছে। এদের মধ্য থেকে একজনকে বিজয়ী হিসেবে গন্য করা হবে, যাকে দেয়া ৫০,০০০ ডলার শিক্ষাবৃত্তি এবং ন্যাশনাল জিওগ্রাফী চ্যানেল এর সাথে গেলাপোগাস দ্বীপপুঞ্জে দশ দিন ভ্রমনের সুযোগ। মানব জাতির উন্নতির জন্য বিজ্ঞানকে কাজে লাগানোর উদ্দেশ্য নিয়ে গুগো তিন বছর ধরে এই বিজ্ঞান মেলার আয়োজন করে আসছে। গুগোল জানিয়েছে, এই ধরনের বিজ্ঞান মেলার কারনে পৃথিবীর আনাচে কানাচে লুকিয়ে থাকা অনেক ক্ষুদে প্রতিভার সন্ধান পাওয়া যায়। এই পনেরো জন প্রতিযোগী আগামী ২৩ শে সেপ্টেম্বর গুগলের মাউন্টেন ভিউ হেডকোয়ার্টারে তাদের উদ্ভাবিত প্রোজেক্ট নিয়ে হাজির হবে। বিশিষ্ট বিচারকদের প্যানেল সেখান থেকে বাছাই করবে ভবিষ্যৎ বিজ্ঞানের কর্ণাধারকে। ইতিমধ্যে গুগলের প্রাথমিক বাছাই পর্বে পয়েন্টের দিক দিয়ে শীর্ষে আছে তুরষ্কের এলিফ বিলগিন। গুগল তার নিজিস্ব ওয়েবসাইটে প্রতিযোগীদের ভোট দেয়ার সুবিধা রেখেছে। পুরো আগস্ট মাস জুড়ে এই ভোট প্রক্রিয়া চালু থাকবে বলে নিশ্চিত করেছে গুগল কর্তৃপক্ষ।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: August 06, 2013
Reviews (0) Write a Review