bdstall.com

সৌরশক্তি চালিত প্লেন সোলার ইম্পালস ২

বিজ্ঞানীরা সম্প্রতি সৌর শক্তি চালিত সম্পূর্ণ নতুন প্রযুক্তিভিত্তিক একটি বিমান তৈরি করেছেন। পৃথিবীর আবহাওয়া মানবজাতির বেঁচে থাকার উপযুক্ত রাখার জন্য বিজ্ঞানীরা দীর্ঘদিন যাবত পরিক্ষা-নিরীক্ষা করে সূর্যের আলো, পানি এবং বায়ুসহ অন্যান্য প্রাকৃতিক সহজলভ্য উপাদানকে জ্বালানী হিসেবে ব্যবহারের চেষ্টা করে যাচ্ছেন। সৌর শক্তি চালিত বিমানটি আবিস্কার করে বিজ্ঞানীরা আরো একধাপ এগিয়ে গেলেন। তবে সোলার ইম্পালস ২ বিমানটি কোনো যাত্রী অথবা পণ্যবাহী বিমান নয়। পরীক্ষামূলক কাজের জন্য বিমানটি তৈরি করা হয়েছে। ১৬০০ কেজি ওজনের বিমানটির দুইপাশে ৬৩ মিটার লম্বা দুটি ডানা রয়েছে। পুরো ডানাজুড়ে প্রায় ১৭২০০টি সোলার সেল আছে। যেগুলো সূর্য থেকে শক্তি গ্রহণ করে ব্যাটারিতে জমা করে রাখে। ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত গতিবেগ তুলতে সক্ষম সোলার ইম্পালস ২। 
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: April 02, 2015
Reviews (0) Write a Review