bdstall.com

সনি ঘোষনা করলো স্মার্ট ওয়াচ ২

বিশ্ব বিখ্যাত প্রতিষ্ঠান "সনি" এবার নিয়ে আসছে তাদের পরবর্তী চমক নতুন প্রজন্মের ঘড়ি  "স্মার্ট ওয়াচ ২"। সম্প্রতি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ তাদের প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্যটি উল্ল্যেখ করেছে। সনির "স্মার্ট ওয়াচ ১" ইতিমধ্যে ঊল্ল্যেখযোগ্য ভাবে প্রযুক্তি প্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া তৈরিতে সক্ষম হয়েছে। সনি কর্তৃপক্ষ জানিয়েছে তাদের স্মার্ট ওয়াচ ১১এর অবিশ্বাস্যজনক সাফল্যই এই পরিকল্পনার পেছনে সবথেকে বড় অবদান রাখছে। কর্তৃপক্ষের দাবী তাদের প্রযুক্তিবিদরা ইতিমধ্যে এই প্রজেক্টে কাজ শুরু করেছে এবং যথেষ্ট অগ্রগতিও লাভ করেছে। তারা আরো জানান, স্মার্ট ওয়াচ ১ এর প্রতিবন্ধকতা কাটিয়ে এতে আরো নতুন কিছু যুক্ত করা হচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়, স্মার্ট ওয়াচ ২ এর টাচ স্ক্রীন হবে ১.৬ ইঞ্চি,যেখান স্মার্ট ওয়াচ ১ এর স্ক্রীন ১.৩ ইঞ্চি। এতে আরো যোগ করা হয়েছে পানি নিরোধের জন্য 'ওয়াটার রেসিসটেন্স' এবং অন্যান্য স্মার্ট ডিভাইসের সাথে সহজে যুক্ত হওয়ার 'এনএফসি' সুবিধা। সনির স্মার্ট ওয়াচের এই নতুন ভার্সনে আরো থাকছে কল রিসিভ ও ই-মেইল পড়ার সুবিধা। এর অপারেটিং সিস্টেমটি হবে এ্যান্ড্রয়েড;এর ফলে অন্য যেকোন এ্যান্ড্রয়েড অপারেটিং ডিভাইসের সাথে সহজেই কাজ করতে পারবে।  এছাড়া গুগোলের আরো অন্যান্য সুবিধাও এটিতে থাকবে। সনি কর্তৃপক্ষ এখনও অনুষ্ঠানিকভাবে এর দাম বা কবে নাগাদ বাজারে পাওয়া যাবে সে বিষয়ে কিছু জানায় নি। অনেকে মনে করছেন পূর্বের মতো এবারও সনির এই পণ্য নতুন কোন চমক দেবে। তবে প্যাবেল বা আই ওয়াচের সাথে প্রতিযোগীতায় কতটুকু টিকতে পারবে সে বিষয়েও যথেষ্ট সন্দেহের অবকাশ থাকে।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: November 26, 2013
Reviews (0) Write a Review